হোম > অপরাধ > খুলনা

অবৈধ ই-ট্রানজেকশন: খুলনার পাইকগাছার ৬ ‘হ্যাকার’ কারাগারে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

অবৈধ ই-ট্রানজেকশনে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খুলনার পাইকগাছার ছয় যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।

আজ মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের হেফাজতে নিতে আবেদন করে। বিচারক আবেদনের বিষয়ে আদেশ না দিয়ে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা (জিআরও) মিজানুর রহমান জানান, ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হক এজলাসে রিমান্ডের বিষয়ে কোনো আদেশ দেননি। তবে পরে তাঁর খাস কামরায় আদেশ দেবেন। 

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তাকবির হোসেন জানান, গতকাল সোমবার রাতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ৩০ ও ৩৫ ধারায় মামলা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার নুনিয়াপাড়া গ্রামের নারায়ণ সরদারের ছেলে আকাশ (২৫), বিশ্বজিতের ছেলে দীনেশ মণ্ডল (২৫), ভগিরথ সানার ছেলে হীরক (২৪), ছালুবুনিয়া গ্রামের কালিপদ ঢালীর ছেলে অমিত ঢালী (২১), পশ্চিম কাইনমুখী গ্রামের নিখিল মণ্ডলের ছেলে চিন্ময় (২৪) ও আমুড়কাটা গ্রামের বিশ্বজিৎ বাছাড়ের ছেলে তপন বাছাড় (২৪)। 

এসআই তাকবির আজকের পত্রিকাকে বলেন, ‘মোবাইল ফোন ও মেইল অ্যাকাউন্ট হ্যাক করে অবৈধ ই–ট্রানজেকশনের মাধ্যমে অর্থ হস্তান্তরের প্রমাণ পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়। তারা ‘প্রতারণার বিষয়টি’ স্বীকার করেছেন।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার