হোম > অপরাধ > খুলনা

প্রেমের দ্বন্দ্বে কিশোরকে হত্যা, আটক ৩

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের ধানিবুনিয়া গ্রামে খুটোখালী খাল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই ঘটনায় তিন কিশোরকে আটক করেছে পুলিশ। 

নিহত ওই কিশোরের নাম অনিক ঢালী (১৫)। সে ভান্ডারপাড়া ইউনিয়নের ঘোনা গ্রামের নিত্যানন্দ ঢালীর ছেলে। নিহত অনিক বান্দা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল সে। 

এ ঘটনায় ভান্ডারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোপাল চন্দ্র দে বলেন, ওই গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে অনিকের সঙ্গে এলাকার এক কিশোরের বিরোধ হয়। ঘটনার দিন বিকেলের দিকে অনিককে ওই কিশোরসহ আরও দুজন নির্জন স্থানে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যার পর খালের পানিতে ফেলে দেয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন কিশোর ঘটনার সত্যতা স্বীকার করেছে। অনেক খোঁজাখুঁজির পর খুটোখালী খালে অনিকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বিকেলের দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় তিন কিশোর আটক রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই কিশোরকে হত্যার কথা স্বীকার করেছে। আরও জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে। 

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার