হোম > অপরাধ > খুলনা

নারী দলিল লেখককে ধর্ষণের অভিযোগে দুই সহকর্মী গ্রেপ্তার

প্রতিনিধি

বাগেরহাট: বাগেরহাটে দলিল লেখককে ধর্ষণের অভিযোগে তার দুই সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের কালদিয়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন ও তার সহযোগী শোভন শেখ। আলমগীর জেলা রেজিস্ট্রি অফিসের দলিল লেখক। শোভন শেখ ও আলমগীর একই গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে বলা হয়, ২৬ এপ্রিল সন্ধ্যায় আলমগীর হোসেন এই নারী সহকর্মীকে নিজের গ্রামে ঘুরতে নিয়ে যান। সেখানে একটি ঘরে চারজন মিলে তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর ভয়-ভীতি দেখিয়ে তাঁকে বাড়ি পাঠিয়ে দেন। বুধবার ওই নারী আলমগীর, শোভনসহ চারজনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় মামলা করেন।

বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, ভুক্তভোগী ওই নারী বাগেরহাট জেলা রেজিস্ট্রারের কার্যালয়ের দলিল লেখক আলমগীর হোসেনের সহকারী হিসেবে কাজ করতেন। ২৬ এপ্রিল সন্ধ্যায় দলিল লেখক ওই নারীকে বেড়ানোর কথা বলে গ্রামে নিয়ে যান। পরে তাঁকে আটকে রেখে চারজন মিলে পালাক্রমে ধর্ষণ করেন। মেয়েটির অভিযোগের ভিত্তিতে আলমগীর ও তাঁর সহযোগী শোভনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক দুজনের বাড়িও ওই কালদিয়া গ্রামে।

প্রসঙ্গত, বাগেরহাট সদর হাসপাতালে আজ দুপুরে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা