হোম > অপরাধ > খুলনা

সরিষা খেতে বিষ, প্রাণ গেল ২৮টি কবুতরের

সরিষা খেত রক্ষায় দানা ছিটানোর সময়ই বিষ দিয়েছিলেন চাষি। সেই সরিষা দানা খেতে এসে প্রাণ গেল ২৮টি কবুতর এবং দুটি ঘুঘুর।

আজ শনিবার বিকেলে যশোরের মনিরামপুরে বাগডোব মাঠে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত কবুতর মালিকদের অভিযোগ, কিছু না জানিয়ে শেখপাড়া গ্রামের কৃষক শিমুল হোসেন সরিষা বোনার সময় বীজের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন। মাঠে কোনো ঝান্ডাও দেননি। 

কোদলাপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ১৮ টি, বাগডোব গ্রামের আইউব হোসেনের ৮টি এবং আলমগীর হোসেনের দুটি কবুতর মারা গেছে বলে জানা গেছে। 

খবর পেয়ে রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) রোহিতা, কোদলাপাড়া ও বাগডোব ওয়ার্ডের তিন ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ক্ষতিগ্রস্ত কবুতর মালিক জয়নাল আবেদিন বলেন, ‘শখ করে ২৫টা কবুতর পালন করতাম। আজ সকালে ছাড়া পেয়ে কবুতরগুলো উড়ে মাঠের দিকে যায়। বিকেলে দুটো কবুতর বাড়ি ফিরে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত ওদের জবাই করে দিই। বাকি কবুতর বাড়ি না ফেরায় মাঠে যেয়ে দেখি একটি খেতে আমার ১৬টি কবুতর মরে পড়ে আছে!’ 

জয়নাল আবেদিন দাবি করেন, শেখপাড়া গ্রামের শিমুল নামে এক কৃষক আজ সকালে জমিতে সরিষার বীজ বুনেছেন। তিনি বীজের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন। কিন্তু বিষ মিশানোর বিষয়ে তাঁদের কাউকে কিছু জানাননি। 

কোদলাপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ‘ঘটনাটি ন্যক্কারজনক। শিমুলের বাড়ি মেহেদী মেম্বরের ওয়ার্ডে। তিনি ঘটনাস্থলে এসে সব দেখে গেছেন। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।’ 

রোহিতা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান বলেন, ‘মানুষ শখের বশে কবুতর পালন করেন। এভাবে খেতে বিষ দিয়ে এতগুলো পাখি হত্যা করা ঠিক না। আমি শিমুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’ 

খেদাপাড়া ক্যাম্প পুলিশের সহকারী ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলন হোসেন বলেন, ‘ঘটনা আমরা শুনেছি। ক্ষতিগ্রস্ত কবুতর মালিকদের একটা লিখিত অভিযোগ দিতে বলেছি।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার