হোম > অপরাধ > খুলনা

সরিষা খেতে বিষ, প্রাণ গেল ২৮টি কবুতরের

সরিষা খেত রক্ষায় দানা ছিটানোর সময়ই বিষ দিয়েছিলেন চাষি। সেই সরিষা দানা খেতে এসে প্রাণ গেল ২৮টি কবুতর এবং দুটি ঘুঘুর।

আজ শনিবার বিকেলে যশোরের মনিরামপুরে বাগডোব মাঠে এ ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত কবুতর মালিকদের অভিযোগ, কিছু না জানিয়ে শেখপাড়া গ্রামের কৃষক শিমুল হোসেন সরিষা বোনার সময় বীজের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন। মাঠে কোনো ঝান্ডাও দেননি। 

কোদলাপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ১৮ টি, বাগডোব গ্রামের আইউব হোসেনের ৮টি এবং আলমগীর হোসেনের দুটি কবুতর মারা গেছে বলে জানা গেছে। 

খবর পেয়ে রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) রোহিতা, কোদলাপাড়া ও বাগডোব ওয়ার্ডের তিন ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ক্ষতিগ্রস্ত কবুতর মালিক জয়নাল আবেদিন বলেন, ‘শখ করে ২৫টা কবুতর পালন করতাম। আজ সকালে ছাড়া পেয়ে কবুতরগুলো উড়ে মাঠের দিকে যায়। বিকেলে দুটো কবুতর বাড়ি ফিরে মাটিতে লুটিয়ে পড়ে। দ্রুত ওদের জবাই করে দিই। বাকি কবুতর বাড়ি না ফেরায় মাঠে যেয়ে দেখি একটি খেতে আমার ১৬টি কবুতর মরে পড়ে আছে!’ 

জয়নাল আবেদিন দাবি করেন, শেখপাড়া গ্রামের শিমুল নামে এক কৃষক আজ সকালে জমিতে সরিষার বীজ বুনেছেন। তিনি বীজের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন। কিন্তু বিষ মিশানোর বিষয়ে তাঁদের কাউকে কিছু জানাননি। 

কোদলাপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ‘ঘটনাটি ন্যক্কারজনক। শিমুলের বাড়ি মেহেদী মেম্বরের ওয়ার্ডে। তিনি ঘটনাস্থলে এসে সব দেখে গেছেন। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।’ 

রোহিতা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদী হাসান বলেন, ‘মানুষ শখের বশে কবুতর পালন করেন। এভাবে খেতে বিষ দিয়ে এতগুলো পাখি হত্যা করা ঠিক না। আমি শিমুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’ 

খেদাপাড়া ক্যাম্প পুলিশের সহকারী ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলন হোসেন বলেন, ‘ঘটনা আমরা শুনেছি। ক্ষতিগ্রস্ত কবুতর মালিকদের একটা লিখিত অভিযোগ দিতে বলেছি।’

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক