হোম > অপরাধ > খুলনা

ছাত্রীকে ফুসলিয়ে বিবাহ করায় শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মানববন্ধন 

ঘরে স্ত্রী রেখে নিজ মাদ্রাসার ১০ শ্রেণির ছাত্রীকে ফুসলিয়ে বিয়ে করায় শিক্ষক খায়রুল ইসলামকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসীরা। আজ বুধবার সকাল ১১টায় পাটকেলঘাটার মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ধানদিয়া ইউনিয়নের মানিকহার দ্বিমুখী দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক খায়রুল ইসলাম একই মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী শান্তা খাতুনকে নিয়ে পালিয়ে যায়। শিক্ষকের এমন অনৈতিক কর্মকাণ্ডে এলাকার সচেতন মহল বিক্ষুব্ধ হয়ে ওঠে। ঘটনার পর একপর্যায়ে পরিচালনা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসা কর্তৃপক্ষ ওই শিক্ষককে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করেন। অথচ বহিষ্কার থাকা অবস্থায় প্রতিষ্ঠানের কতিপয় শিক্ষকের সহযোগিতায় নিয়মিত হাজিরা দিচ্ছেন। তাঁর মতো শিক্ষক প্রতিষ্ঠানে থাকলে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় থাকবে। তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে ছাত্রীদের প্রতিষ্ঠান থেকে বের করে নিয়ে অন্যত্র ভর্তি করানো হবে। 

অবিলম্বে ওই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন অভিভাবক আহছান উল্লাহ। আজারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুর রউফ মল্লিক। 

এ সময় আরও উপস্থিত ছিলেন-ছাত্র অভিভাবক আনারুল মোল্লা, আব্দুল বিশ্বাস, জাহাঙ্গির আলম, সাবেক ইউপি সদস্য লাবলি বেগম, মোছা জোহরা বেগম, ময়না বেগম প্রমুখ। 

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ