হোম > অপরাধ > খুলনা

জীবননগরে সোয়া ৪০ লাখ টাকার সোনার বারসহ গ্রেপ্তার ১ 

চুয়াডাঙ্গার জীবননগরে চায়না খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ৬টি সোনার বার জব্দ করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে চায়না খাতুনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তারকৃত চায়না খাতুন উপজেলার হরিহরনগর গ্রামের মৃত শাহার আলী মণ্ডলের ছেলে আব্দুল হান্নানের স্ত্রী। 

জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আব্দুল হান্নানের বাড়িতে ভারতে পাচারের উদ্দেশ্যে বেশ কিছু সোনা মজুত রাখা হয়েছে। এ খবরের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মুন্না বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার-ফোর্স নিয়ে গতকাল রাত ৮টার দিকে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে হান্নানের স্ত্রী চায়না খাতুনের দেওয়া তথ্যের ভিত্তিতে টেলিভিশনের নিচে বিশেষ কৌশলে রাখা ৬টি সোনার বার উদ্ধার করি। 

অফিসার ইনচার্জ আরও বলেন, এ সময় চায়না খাতুনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, আব্দুল হান্নান পুলিশের আনাগোনা টের পেয়ে আগেই পালিয়ে যায়। উদ্ধারকৃত সোনার বারের ওজন ৫৯ ভরি ১৪ আনা। যার বর্তমান বাজার মূল্য ৪০ লাখ ১১ হাজার ৫০ টাকা। এ ঘটনার জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে চায়না খাতুনকে আদালতে সোপর্দ করা হয়। 

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা