চুয়াডাঙ্গার জীবননগরে চায়না খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ৬টি সোনার বার জব্দ করেছে থানা-পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে চায়না খাতুনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত চায়না খাতুন উপজেলার হরিহরনগর গ্রামের মৃত শাহার আলী মণ্ডলের ছেলে আব্দুল হান্নানের স্ত্রী।
অফিসার ইনচার্জ আরও বলেন, এ সময় চায়না খাতুনকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, আব্দুল হান্নান পুলিশের আনাগোনা টের পেয়ে আগেই পালিয়ে যায়। উদ্ধারকৃত সোনার বারের ওজন ৫৯ ভরি ১৪ আনা। যার বর্তমান বাজার মূল্য ৪০ লাখ ১১ হাজার ৫০ টাকা। এ ঘটনার জীবননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে চায়না খাতুনকে আদালতে সোপর্দ করা হয়।