হোম > অপরাধ > খুলনা

ইবিতে ছাত্রী নির্যাতন: বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কুষ্টিয়ার ইসলামি বিশ্ববদ্যালয়ে ছাত্রীকে পাশবিক নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন চরম ব্যর্থতা ও অবহেলার পরিচয় দিয়েছে বলে জানিয়েছে এসংক্রান্ত বিচারিক তদন্ত কমিটি। ডিসির মাধ্যমে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে তদন্ত কমিটির পৃথক প্রতিবেদনের বিষয়ে শুনানি হয়। পরে আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল দিন ধার্য করেন।

দুই কমিটির পৃথক তদন্তে ছয়জনকে দায়ী করা হয়েছে। বিচারিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনায় হল প্রভোস্ট ও হাউস টিউটর দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাঁর দায়িত্ব পালনে চরম অবহেলা ও উদাসীনতা দেখিয়েছেন। নির্যাতিত হওয়ার পরেও অন্তরার জোরাজুরিতে ভিকটিমকে হল ত্যাগের নির্দেশ দেন প্রভোস্ট। পরে তাঁকে মুচলেকা দিতে বাধ্য করা হয়।

আদালত থেকে বের হয়ে রিটকারী আইনজীবী গাজী মো. মহসিন সাংবাদিকদের বলেন, তদন্ত কমিটিতে ছয়জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সানজিদা চৌধুরী অন্তরা, লিমা, তাবাসসুম ইসলাম, ইসরাত জাহান মীম, হালিমা আক্তার ঊর্মি ও মুয়াবিয়া জাহানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

মহসিন বলেন, ‘বিচারিক তদন্তে বিশ্ববিদ্যালয় হলের প্রভোস্ট ও হাউস টিউটরদের চরম ব্যর্থতা ও অবহেলার অভিযোগ উঠে এসেছে। কারণ তাঁরা হলের অভিভাবক। আর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চরম উদাসীনতা দেখিয়েছেন, অবহেলা করেছেন। তিনি অভিযোগ পাওয়ার পরও কোনো ব্যবস্থা নেননি।’ 

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা : প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক

জামায়াতে যোগ দেওয়ায় হিন্দুদের মনে শান্তি এসেছে: কৃষ্ণ নন্দী