সাতক্ষীরার কালীগঞ্জের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকাল সাড়ে ৯টায় অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না পায়, সে লক্ষ্যে অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। আজ সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার নাজিমগঞ্জ বাজার, ফুলতলার মোড়, কাকশিয়ালী বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে বাজার মনিটরিং করা হয়। এ সময় মূল্যতালিকা না থাকায় এবং অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধি করে ক্রেতাদের না ঠকানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’