হোম > অপরাধ > খুলনা

দৌলতপুরের হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের হত্যা মামলায় লিয়াকত আলী ও আশারত আলী নামে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-০১ এর বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁদের ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

একই মামলায় এনামুল ও মিন্টু নামে দুই আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং লিটন, রুবেল ও লালচাঁদ নামে তিন আসামিকে ৩ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় এই মামলায় ৮ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। 

দণ্ডপ্রাপ্ত লিয়াকত উপজেলার সংগ্রামপুর গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে ও আশারত তাঁর ছেলে। 

কারাদণ্ডপ্রাপ্ত এনামুল একই এলাকার আরজেদ আলীর ছেলে, মিন্টু আমির হামজার ছেলে, লিটন একই এলাকার লালচাঁদের ছেলে, রুবেল হায়দার আলীর ছেলে ও লালচাঁদ মৃত নজরুল ইসলামের ছেলে। 

মামলার সংক্ষিপ্ত বিবরণ এবং এজাহার সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধে জেরে ২০১৪ সালের ১১ জুন বিকেলে উপজেলার সংগ্রামপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ১৮ নভেম্বর আদালতে মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া সিআইডি পুলিশের পরিদর্শক আকিদুল ইসলাম। দীর্ঘ শুনানি শেষে ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত। 

কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন। 

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি