হোম > অপরাধ > খুলনা

দৌলতপুরের হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের হত্যা মামলায় লিয়াকত আলী ও আশারত আলী নামে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-০১ এর বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁদের ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

একই মামলায় এনামুল ও মিন্টু নামে দুই আসামিকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং লিটন, রুবেল ও লালচাঁদ নামে তিন আসামিকে ৩ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরাধ প্রমাণিত না হওয়ায় এই মামলায় ৮ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়। 

দণ্ডপ্রাপ্ত লিয়াকত উপজেলার সংগ্রামপুর গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে ও আশারত তাঁর ছেলে। 

কারাদণ্ডপ্রাপ্ত এনামুল একই এলাকার আরজেদ আলীর ছেলে, মিন্টু আমির হামজার ছেলে, লিটন একই এলাকার লালচাঁদের ছেলে, রুবেল হায়দার আলীর ছেলে ও লালচাঁদ মৃত নজরুল ইসলামের ছেলে। 

মামলার সংক্ষিপ্ত বিবরণ এবং এজাহার সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধে জেরে ২০১৪ সালের ১১ জুন বিকেলে উপজেলার সংগ্রামপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ১৮ নভেম্বর আদালতে মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া সিআইডি পুলিশের পরিদর্শক আকিদুল ইসলাম। দীর্ঘ শুনানি শেষে ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ মামলার রায় ঘোষণা করেন আদালত। 

কুষ্টিয়া জজ আদালতের পিপি অ্যাডভোকেট অনুপ কমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন। 

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা