শালিখা (মাগুরা): মাগুরার হাজরাহাটি এলাকা থেকে চারটি গাঁজাগাছসহ রেখা খাতুন (৩০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী পলাতক রয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে আটক করা হয়।
আটক রেখা খাতুন মনোখালীর গজনগরপাড়ার শাহিন মোল্লার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজরাহাটি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক বাবুল কুমার অধিকারী ও এএসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালান। এ সময় বাড়ির পেছন থেকে চারটি গাঁজাগাছ উদ্ধার করেন তাঁরা। এ সময় রেখার স্বামী পালিয়ে যান।
পরে তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. এনামুল হক প্রধান ঘটনাস্থলে এসে গাঁজার গাছ নিশ্চিত হয়ে রেখা খাতুনকে আটক করে তদন্তকেন্দ্রে নিয়ে আসেন। পরে তাঁকে শালিখা থানায় পাঠানো হয়।