হোম > অপরাধ > খুলনা

মোংলায় মেয়ের সঙ্গে ঝগড়া করায় জামাই ও বেয়াইকে কুপিয়ে জখম

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলায় মেয়ের সঙ্গে ঝগড়া করায় জামাই মাসুম বিল্লাহ (৩২) ও বেয়াই হাবিব মোল্লাকে কুপিয়ে জখম করেছেন মেয়ের বাবা আশ্রাব আলী (৫০) এবং ভাই শুকুর। গতকাল সোমবার সন্ধ্যায় মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহত ব্যক্তির পরিবার। 

থানায় লিখিত অভিযোগে জানা গেছে, মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়মনিরঘোল এলাকার বাসিন্দা হাবিব মোল্লার ছেলে মাসুম বিল্লাহর সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় একই এলাকার আশ্রাব আলীর মেয়ে মালা বেগমের (২৭)। মালা বেগমের বেপরোয়া চলাফেরায় বিভিন্ন সময় বাধা দেন মাসুম বিল্লাহ। এ নিয়ে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে মালা ও মাসুমের মধ্যে ঝগড়া হয়। 

ঝগড়ার একপর্যায়ে মালা বাড়ি থেকে বেরিয়ে বাবার বাড়িতে গিয়ে স্বামীর বিরুদ্ধে নালিশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মালার বাবা আশ্রাব ও ভাই শুকুর জামাইয়ের বাড়িতে গিয়ে মাসুম ও হাবিব মোল্লাকে কুপিয়ে জখম করেন। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় মালা, শুকুর ও আশ্রাব আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাসুমের মা সালমা বেগম। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহানা মোরশেদ বলেন, মাসুম ও হাবিবের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। 

মোংলা থানায় কর্তব্যরত ডিউটি অফিসার উপপরিদর্শক জুয়েল শেখ বলেন, ‘জয়মনিরঘোল এলাকার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার