হোম > অপরাধ > খুলনা

নারিকেল তেলে পামওয়েল, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পামওয়েল মিশিয়ে নারিকেল তেল তৈরি এবং বিভিন্ন ব্রান্ডের মোড়ক ব্যবহার করে তা বাজারজাত করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের নাগেরবাজার কলবাড়ি এলাকার মিম এন্টারপ্রাইজ নামের এক কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

বাগেরহাটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানের নেতৃত্ব দেন। এ সময় বিভিন্ন ব্রান্ডের মোড়ক পুড়িয়ে ধ্বংস করা হয়। 

জরিমানা দেওয়া ব্যবসায়ীর নাম নাসির উদ্দিন বালি। তাঁর বাড়ি কচুয়া উপজেলার হাজরাখালি গ্রামে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল ইমরান বলেন, দীর্ঘ দিন ধরে নাসির উদ্দিন বিভিন্ন ব্রান্ডের মোড়ক ব্যবহার করে ভেজাল নারিকেল তেল ৩২০ থেকে ৩৬০ টাকা কেজি দরে বাজারজাত করছিলেন। অথচ নারকেল তেলের উৎপাদন ব্যয় হিসাব করে দেখা যায়, প্রতি কেজির মূল্য ৮০০ থেকে ১০০০ টাকা। 

এ বিষয়ে ব্যবসায়ী নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি নারিকেল তেলে ভেজাল মেশানোর বিষয় স্বীকার করেন। এ সময় তাঁকে জরিমানা করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান আব্দুল্লাহ্ আল ইমরান।

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার