হোম > অপরাধ > খুলনা

কালিয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীসহ আটক ২ 

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় সাথী বেগম (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর গৃহবধূকে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীসহ দুজনকে আটক করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী নাসির মৃধা (২৬) ও নাসিরের ভাবি লাবনী বেগমকে (৩০) আটক করেছে পুলিশ। এদিকে নাসিরের পরিবারের বাকি সদস্যরা পলাতক রয়েছেন। নাসির উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত ওমর মৃধার ছেলে। 

জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। নিহত সাথী বেগম কালিয়া উপজেলার বাহিরডাঙা গ্রামের মো. ফসিয়ার মোল্লার মেয়ে। তার সাত মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে। 

নিহতের ভাই সবুজ মোল্লা অভিযোগ করে বলেন, ‘প্রায় দুই বছর আগে নাসিরের সঙ্গে আমার বোন সাথীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাঁদের মধ্যে কলোহ-বিবাদ লেগেই থাকত। প্রথমে সাথী কাউকে কিছু না জানালেও এক সময় নির্যাতন সহ্য করতে না পেরে প্রতিবেশী এক নারীর সাথে তার স্বামী নাসিরের পরকীয়ার বিষয়টি ফাঁস করে দেয়।’ 

নিহতের ভাই আরও জানান, এরই মধ্যে গত মঙ্গলবার রাত ৮টার দিকে নাসির তাদের ফোনে সাথীর মৃত্যুর খবর জানায়। ঘটনাস্থলে গিয়ে তারা জানতে পারেন স্বামীর পরকীয়ার ঘটনা ফাঁস করার কারণে নাসির ও তাঁর পরিবারের লোকজন তাঁর বোনকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখেন। 

কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেছেন, গৃহবধূর মৃত্যুর ঘটনায় কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নাসির ও নাসিরে ভাবি লাবনী বেগমকে আটক করা হয়েছে। ময়নাতদন্তে ফলাফল পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ