হোম > অপরাধ > খুলনা

প্রতিবন্ধী না হয়েও ৭ বছর ধরে প্রতিবন্ধী ভাতা উত্তোলনের অভিযোগ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ায় জামেনা খাতুন নামের এক নারীর বিরুদ্ধে প্রতিবন্ধী না হয়েও ৭ বছর ধরে প্রতিবন্ধী ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। জামেনা খাতুন দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের পচামাদিয়া গ্রামের ইব্রাহিম আলীর স্ত্রী। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যানের অফিস সহকারী ওসমান আলী প্রভাব খাটিয়ে ২০১৫ সালে তাঁর মা জামেনা খাতুনের নামে প্রতিবন্ধী ভাতার কার্ডের জন্য আবেদন করেন। অথচ জামেনা খাতুনের প্রতিবন্ধী সনদ নেই, এমনকি তিনি কী ধরনের প্রতিবন্ধী, তা তাঁর কার্ডে শনাক্ত করা নেই। আবেদনের পর ২০১৬ সালে জামেনা খাতুনের নামে প্রতিবন্ধী ভাতার কার্ড ইস্যু হয় এবং ২০১৫ সালের জুলাই থেকে তিনি ভাতার টাকা পাচ্ছেন।

স্থানীয়রা জানান, ওসমান আলী উপজেলা চেয়ারম্যানের অফিস সহকারী হলেও তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কিছু দায়িত্ব পালন করেন। এই সুবাদে তিনি এলাকাসহ বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে নানা ধরনের সুবিধা গ্রহণ করে আসছেন। তারই প্রমাণ তাঁর মা প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী সেজে সরকারি ভাতা ভোগ করছেন। তা ছাড়া জামেনা খাতুনের দুই ছেলে সরকারি চাকরি করেন। তিনি সচ্ছল হয়েও কীভাবে অসচ্ছল হিসেবে প্রতিবন্ধী ভাতা গ্রহণ করছেন, তা নিয়ে এলাকায় গুঞ্জন রয়েছে।

এ ব্যাপারে জানতে ওসমান আলীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখানে আসার অনেক আগে কার্ডটি করা হয়েছে। কী ক্রাইটেরিয়ায় কার্ডটি দেওয়া, তা আমি জানি না। তবে অভিযোগ পেলে বিষয়টি দেখা হবে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার