হোম > অপরাধ > খুলনা

ঝিনাইদহে ভাইয়ের হাতে ভাই খুন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরের মদনপুর উত্তরপাড়া গ্রামে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পলাশ বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পলাশ ওই গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক। 

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন আলী পলাতক রয়েছেন। 

মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান বলেন, বিভিন্ন সময়ে পলাশ বিশ্বাসের স্ত্রীর সঙ্গে হাসি-ঠাট্টাসহ নানা ধরনের কথা বলতেন সুমন আলী। এ নিয়ে পলাশ ও সুমনের মধ্যে প্রায়ই বাগ্‌বিতণ্ডা হতো। রাতেও পলাশ তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করেন সুমনকে। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সুমন পাশে থাকা ছুরি দিয়ে পলাশের বুকের বাঁ পাশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এসআই আরও বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন আলী পলাতক রয়েছেন। তাঁকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি