হোম > অপরাধ > খুলনা

ঝিনাইদহে ভাইয়ের হাতে ভাই খুন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরের মদনপুর উত্তরপাড়া গ্রামে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে পলাশ বিশ্বাস (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। 

গতকাল শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পলাশ ওই গ্রামের ফজলু বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক। 

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন আলী পলাতক রয়েছেন। 

মহেশপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান বলেন, বিভিন্ন সময়ে পলাশ বিশ্বাসের স্ত্রীর সঙ্গে হাসি-ঠাট্টাসহ নানা ধরনের কথা বলতেন সুমন আলী। এ নিয়ে পলাশ ও সুমনের মধ্যে প্রায়ই বাগ্‌বিতণ্ডা হতো। রাতেও পলাশ তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করেন সুমনকে। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সুমন পাশে থাকা ছুরি দিয়ে পলাশের বুকের বাঁ পাশে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এসআই আরও বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন আলী পলাতক রয়েছেন। তাঁকে ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ