হোম > অপরাধ > খুলনা

নিখোঁজের ৫ দিন পর সাংবাদিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামে গড়াই নদের গোলাম কিবরিয়া ব্রিজের (নির্মাণাধীন) নিচ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ছোটভাই মাহবুর রহমান ও কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। 

রুবেল (৩১) কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও একটি জাতীয় দৈনিকের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। 

জানা গেছে, পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল রুবেল। গত ৩ জুলাই হাসিবুর রহমান রুবেল রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তাঁর পত্রিকা অফিসে থাকা অবস্থায় মোবাইল ফোনে একটি কল আসে। এরপর তিনি অফিস পিয়নকে বাইরে থেকে ‘আসছি’ বলে বের হন। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। কোথাও খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার জিডি করে তাঁর পরিবার। আজ দুপুরের দিকে ব্রিজের নিচে নদীতে মরদেহ ভেসে ওঠে। পরনের জামা-কাপড়, মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে পরিবারের লোকজন তাঁকে শনাক্ত করে।

এ বিষয়ে নিহতের ছোট ভাই মাহবুবুর রহমান বলেন, ‘ভাইকে হত্যা করা হয়েছে। এর বিচার চাই।’

এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’

পাবনা ঈশ্বরদী নৌ পুলিশের উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ‘খবর পেয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গলায় একটা রশির মতো দাগ রয়েছে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে কারণ বলা যাবে।’

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার