হোম > অপরাধ > খুলনা

খুলনায় গুলিতে ঘাট ইজারাদার নিহত 

খুলনা প্রতিনিধি

খুলনা জেলার ফুলতলা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে মিলন ফকির (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে ফুলতলা বাজারের অদূরে জামিরা রোডের আইডিয়াল স্কুলের মোড়ে ‘মা টেলিকম অ্যান্ড কনফেকশনারি’ দোকানের সামনে মিলনকে গুলি করা হয়।

নিহত মিলন নড়াইল জেলার কালিয়া থানার পেরোলী গ্রামের আব্দুল ওহাবের পুত্র। কয়েক বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে ফুলতলার শিকিরহাট খেয়াঘাট ইজারা নিয়ে ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হন। ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন, তবে পরাজিত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল পৌনে আটটার দিকে চা পান করার জন্য জামিরা রোডের আইডিয়াল স্কুলের মোড়ে মা টেলিকম অ্যান্ড কনফেকশনারির সামনে দাঁড়িয়ে ছিলেন মিলন ফকির। এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে এসে তাঁকে গুলি ছোড়ে। তখন আত্মরক্ষার্থে মিলন দৌড়ে ওই কনফেকশনারিতে ঢুকলে সেখানে তাঁকে আবারও গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

এ বিষয়ে ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস তালুকদার বলেন, ‘সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনের চেষ্টা করছি। পরে বিস্তারিত জানানো যাবে।’

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক