মুজিবনগর (মেহেরপুর): মেহেরপুরের মুজিবনগরে ২৭ বোতল কোডিন ফসফেটযুক্ত ওয়েলসিয়ারেক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের বজলুর রহমানের স্ত্রী মুক্তি খাতুন (৩২) এবং মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে শাহিন হোসেন (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী ও এএসআই ইব্রাহিম বিশ্বাসের নেতৃত্বে গতকাল রাতে মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় তাঁদের দুজনকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বহন করা পাখি ভ্যান জব্দ করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয়। তাঁদের বিরুদ্ধে মুজিবনগর থানায় নিয়মিত মামলা রুজ করা হয়েছে।