যশোরের শার্শা সীমান্ত থেকে ৮ কেজি ১৬৩ গ্রামের ৭০টি স্বর্ণের বার, একটি প্রাইভেট কারসহ দুই পাচারকারীকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির টহল দল। আজ বুধবার বিকেলে সীমান্তের কায়বা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক পাচারকারীরা হলেন বেনাপোলের পুটখালী গ্রামের দেবেন মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও বালুন্ডা গ্রামের রতন প্রধানের ছেলে হান্নান প্রধান (৩৪)।
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ হওয়া স্বর্ণের বারের আনুমানিক দাম ৬ কোটি ৫২ লাখ টাকা।