হোম > অপরাধ > খুলনা

শার্শায় ৭০টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা সীমান্ত থেকে ৮ কেজি ১৬৩ গ্রামের ৭০টি স্বর্ণের বার, একটি প্রাইভেট কারসহ দুই পাচারকারীকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির টহল দল। আজ বুধবার বিকেলে সীমান্তের কায়বা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক পাচারকারীরা হলেন বেনাপোলের পুটখালী গ্রামের দেবেন মোড়লের ছেলে শফিকুল ইসলাম (২৯) ও বালুন্ডা গ্রামের রতন প্রধানের ছেলে হান্নান প্রধান (৩৪)। 

ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ হওয়া স্বর্ণের বারের আনুমানিক দাম ৬ কোটি ৫২ লাখ টাকা। 

তানভীর রহমান বলেন, ‘নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পারি, পাঁচকায়বা আমবাগানের পাশ দিয়ে একটি স্বর্ণের বড় চালান ভারতে পাচার হবে। পরে চেকপোস্টে একটি সাদা রঙের প্রাইভেট কারকে থামানো হয়। পরে ভেতরে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে প্রাইভেট কারটি তল্লাশি করা হয়। এ সময় গাড়ির ডানে থাকা স্টিয়ারিংয়ের সামনে মিটারের বক্সের ভেতরে স্কচ টেপ দিয়ে মুড়িয়ে অভিনব কায়দায় ৮ কেজি ১৬৩ গ্রামের মোট ৭০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।’ 

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক