হোম > অপরাধ > খুলনা

কোটচাঁদপুরে ভবনের দেয়াল কেটে স্বর্ণের দোকানে চুরি

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

কোটচাঁদপুরে ভবনের দেয়াল কেটে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে স্থানীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয় সড়কের পলাশ জুয়েলার্সে এই চুরি হয়েছে। এতে ৬ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেন জুয়েলার্সের মালিক পলাশ কর্মকার। 

পলাশ কর্মকার বলেন, ‘পাশের ফুসকা হাউজের শাহিন সকালে ফোন করে জানান চুরির কথা। এসে দেখতে পাই চোরেরা প্রথমে ভবনের দেয়াল কেটে ফুসকা হাউসে ঢোকে। এরপর আমার দোকানের দেয়াল কেটে ভেতরে ঢোকে। পরে তারা দোকানের সিন্ধুক ভেঙে সাড়ে ৫ ভরি স্বর্ণ, নগদ ১৭ হাজার টাকা নিয়ে যায়। তবে কতটা ক্ষতি হয়েছে তা এখন পুরোপুরি বলা সম্ভব হচ্ছে না। ধারণা করছি, সব মিলিয়ে ৬ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। তবে এ ধরনের ঘটনা এক দিনে কারো পক্ষে করা সম্ভব নয়। এটা পূর্বপরিকল্পিত ঘটনা।’ 
 
স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহাদেব কর্মকার বলেন, ‘সকালে জানতে পারি চুরির ঘটনা। এরপর ঘটনাস্থলে গিয়ে দেখি ভবনের দেয়াল ভেঙে চুরি করা হয়েছে। এ উপজেলায় ৬২টির মতো জুয়েলার্সের দোকান রয়েছে। এদের নিয়ে গঠিত জুয়েলারি সমিতি। এ ঘটনায় কী করা উচিত তা সবাই মিলে সিদ্ধান্ত নেব।’

এ বিষয়ে কোটচাঁদপুর হাইওয়ের পুলিশ পরিদর্শক আক্তারুজ্জামান লিটন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি পরিকল্পিত ঘটনা। আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।’

কোটচাঁদপুর মডেল থানার ডিউটিরত উপপরিদর্শক আইয়ুব হোসেন জানান, এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোনো মামলা বা অভিযোগ হয়নি।

সরকারি কর্মচারীরা কাজ ফেলে সমাবেশে, হয়রানির শিকার সেবাপ্রার্থীরা

খুলনায় কালোবাজারে পাচারের জন্য মজুত ৬৯৭ বস্তা সরকারি চাল জব্দ

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ

খুলনার রূপসায় মাছ ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, এলাকায় আতঙ্ক

পায়ে পাড়া দিয়ে কেউ যদি আশা করে আমরা চুপ থাকব, তা হবে না— খুলনায় জামায়াত আমির

খুলনায় ১৫ ককটেলসদৃশ বস্তু উদ্ধার

খুলনায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার র‍্যাব

প্যারোলে মুক্তি মেলেনি ছাত্রলীগ নেতার, কারাফটকে দেখলেন মৃত স্ত্রী-সন্তানের মুখ

‘মা-বোনদের রাজাকারদের হাত তুলে দিয়ে এখন ধর্মের দোহাই দিয়ে ভোট চাইছে’

অনুমতি ছাড়া বাংলাদেশ ছাড়ল রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তা