হোম > অপরাধ > খুলনা

পাইকগাছায় ঘেরের বাঁধে ঘাস খেতে যাওয়ায় গরুকে পিটিয়ে হত্যার অভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় চিংড়ি ঘেরের বাঁধে ঘাস খেতে যাওয়ায় এক গরুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঘের মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই গরুটির মালিক পাইকগাছা থানায় অভিযোগ দিয়েছেন। 

গত রোববার দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়নের পারিশামারী গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই গরুটি মারা যায়। 

গরুর মালিকের নাম বাসন্তী বৈরাগী (৩৮)। তিনি এনজিও থেকে পালনের জন্য ওই বকনা গরুটি পেয়েছিলেন। এখন সেটি মরে যাওয়ায় কূল কিনারাহীন হয়ে পড়েছেন তিনি। 

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হলেন ভিলেজ পাইকগাছা গ্রামের চিংড়ি ঘের মালিক এরশাদ বিশ্বাস (৬০)। 

ক্ষতিগ্রস্ত বাসন্তী বলেন, ‘আমি এনজিও থেকে পালনের জন্য একটা বকনা গরু পাই। গরুটা ভিলেজ পাইকগাছার এরশাদ বিশ্বাসের চিংড়ি ঘেরে খাস খেতে যায়। এ সময় উনি গরুটাকে পিটায়ে আহত করে ঘেরে ফেলে রাখে। তখন এলাকার লোকজন আমাকে খবর দিলে আমি গিয়ে দেখি ঘেরের পাড়ে পড়ে আছে গরুটা। পরে চিকিৎসক দিয়ে চিকিৎসা করাইছি কিন্তু রাতেই গরুটা মারা যায়।’ 

এ অভিযোগের বিষয়ে ঘের মালিক এরশাদ বিশ্বাস বলেন, ‘প্রতিদিন গরুটি আমাদের চিংড়ি ঘেরে ঢুকে ক্ষতি করে। রোববার আমরা তাড়িয়ে দিয়েছি। কে মেরেছে আমি জানি না।’ 

এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক