হোম > অপরাধ > খুলনা

যশোরে ৬০টি স্বর্ণের বারসহ প্রাইভেট কার জব্দ

যশোর প্রতিনিধি

যশোরে ৬০টি স্বর্ণের বারসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে বিজিবি। তবে পালিয়ে গেছে গাড়ির চালক ও স্বর্ণ পাচারকারী। জব্দ করা স্বর্ণের মূল্য ৮ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। 

আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যশোর ৪৯ বিজিবি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার দুপুরে জেলার শহরতলির রাজারহাট এলাকা থেকে বারগুলো জব্দ করা হয়। 

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেট কার ঢাকা থেকে যশোরের দিকে আসার খবর তাঁরা জানতে পারেন। খবর পাওয়ার পর খুলনা সেক্টরের অধীনস্থ যশোর ৪৯ বিজিবি এবং খুলনা ২১ বিজিবি সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে। খুলনা বিজিবির ধাওয়া খেয়ে প্রাইভেট কারটি যশোর রাজারহাট এলাকায় আসলে ৪৯ বিজিবি সদস্যরা গাড়িটি গতিরোধের নির্দেশ দিলে চালক গাড়িটি একটি দেয়ালে ধাক্কা দেন। এরপর চালক ও স্বর্ণ পাচারকারী পালিয়ে যান। পরে গাড়িটি তল্লাশি করে ৮ কেজি ৯৭৪ গ্রাম ওজনের ৬০টি স্বর্ণের বার উদ্ধার করে। জব্দকৃত সোনা ট্রেজারিতে ও প্রাইভেটকারটি যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। 

শাহেদ মিনহাজ ছিদ্দিকী আর বলেন, ‘এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৮০ কোটি ৬৭ লাখ ৯৪ হাজার ২০০ টাকা। বিজিবি গত এক বছরে ৭০ কেজি পরিমাণ স্বর্ণ বিভিন্ন অপারেশনে জব্দ করতে সক্ষম হয়। খুলনা সেক্টরের এই দুইটি ব্যাটালিয়ন মিলে মোট ১৬৩ কেজি স্বর্ণ আটক করতে সক্ষম হয়।’ 

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত