হোম > অপরাধ > খুলনা

দেবহাটায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রাইভেট পড়তে বাড়ি থেকে যাওয়ার পর রাতভর নিখোঁজ ছিল ওই ছাত্রী। 

আজ শুক্রবার সকালে ভুক্তভোগীর এক প্রতিবেশী একটি পরিত্যক্ত বাড়ির সবজিবাগানে ওই ছাত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে। এরপর স্থানীয়রা ভুক্তভোগীর পরিবার ও থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

স্থানীয়রা মরদেহ থেকে কিছুটা দূরে পড়ে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন, যাতে সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেউ ভুক্তভোগীকে ওই পরিত্যক্ত বাড়ির পাশে আসার জন্য এসএমএস পাঠিয়েছিল।

ভুক্তভোগীর বাবা জানান, পার্শ্ববর্তী এলাকার একটি ছেলে দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছেলেই তাঁর মেয়েকে দেখা করার কথা বলে মোবাইলের মাধ্যমে বাড়ি থেকে ডেকে ধর্ষণের পর হত্যা করেছে বলে তাঁদের ধারণা। বখাটে ছেলের সঙ্গে আরও একাধিক সহযোগী জড়িত থাকতে পারে বলেও তাঁরা ধারণা করছেন বলে জানান। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত ওসি ফরিদ আহমেদ বলেন, `ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছি। দ্রুততার সঙ্গে জঘন্যতম এই অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।' 

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত