হোম > অপরাধ > খুলনা

দেবহাটায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রাইভেট পড়তে বাড়ি থেকে যাওয়ার পর রাতভর নিখোঁজ ছিল ওই ছাত্রী। 

আজ শুক্রবার সকালে ভুক্তভোগীর এক প্রতিবেশী একটি পরিত্যক্ত বাড়ির সবজিবাগানে ওই ছাত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে। এরপর স্থানীয়রা ভুক্তভোগীর পরিবার ও থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

স্থানীয়রা মরদেহ থেকে কিছুটা দূরে পড়ে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন, যাতে সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেউ ভুক্তভোগীকে ওই পরিত্যক্ত বাড়ির পাশে আসার জন্য এসএমএস পাঠিয়েছিল।

ভুক্তভোগীর বাবা জানান, পার্শ্ববর্তী এলাকার একটি ছেলে দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছেলেই তাঁর মেয়েকে দেখা করার কথা বলে মোবাইলের মাধ্যমে বাড়ি থেকে ডেকে ধর্ষণের পর হত্যা করেছে বলে তাঁদের ধারণা। বখাটে ছেলের সঙ্গে আরও একাধিক সহযোগী জড়িত থাকতে পারে বলেও তাঁরা ধারণা করছেন বলে জানান। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত ওসি ফরিদ আহমেদ বলেন, `ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছি। দ্রুততার সঙ্গে জঘন্যতম এই অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।' 

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি