হোম > অপরাধ > খুলনা

দেবহাটায় দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর প্রাইভেট পড়তে বাড়ি থেকে যাওয়ার পর রাতভর নিখোঁজ ছিল ওই ছাত্রী। 

আজ শুক্রবার সকালে ভুক্তভোগীর এক প্রতিবেশী একটি পরিত্যক্ত বাড়ির সবজিবাগানে ওই ছাত্রীর মরদেহ পড়ে থাকতে দেখে। এরপর স্থানীয়রা ভুক্তভোগীর পরিবার ও থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

স্থানীয়রা মরদেহ থেকে কিছুটা দূরে পড়ে থাকা একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন, যাতে সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেউ ভুক্তভোগীকে ওই পরিত্যক্ত বাড়ির পাশে আসার জন্য এসএমএস পাঠিয়েছিল।

ভুক্তভোগীর বাবা জানান, পার্শ্ববর্তী এলাকার একটি ছেলে দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। ওই ছেলেই তাঁর মেয়েকে দেখা করার কথা বলে মোবাইলের মাধ্যমে বাড়ি থেকে ডেকে ধর্ষণের পর হত্যা করেছে বলে তাঁদের ধারণা। বখাটে ছেলের সঙ্গে আরও একাধিক সহযোগী জড়িত থাকতে পারে বলেও তাঁরা ধারণা করছেন বলে জানান। 

দেবহাটা থানার ভারপ্রাপ্ত ওসি ফরিদ আহমেদ বলেন, `ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছি। দ্রুততার সঙ্গে জঘন্যতম এই অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।' 

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার