হোম > অপরাধ > খুলনা

মাকে হত্যার অভিযোগে ছেলে ও ছেলের বউ গ্রেপ্তার

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে আম্বিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছেলে ও ছেলের বউকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছনকা গ্রামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক খবির উদ্দীনের নেতৃত্বে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান (৪৫) ও তাঁর স্ত্রী রোজিনা আক্তার বিউটি (৩৫)। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শেখ শরিফুজ্জামান ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ল্লেখ্য, গত ৯ এপ্রিল ভোরে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মরহুম আনছার আলীর স্ত্রী আম্বিয়া খাতুনের (৭০) রক্তাক্ত মরদেহ তার শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয়। সরকারি চাকরিজীবী আনছার আলীর মৃত্যুর পর অর্থ ও সম্পত্তি নিয়ে আম্বিয়া খাতুনের দুই ছেলে ও চার মেয়ের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে ৮ এপ্রিল দিবাগত রাতে ছোট ছেলে শেখ শরিফুজ্জামানের বাড়ির দোতলার শয়নকক্ষে আম্বিয়া খাতুনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ৯ এপ্রিল রাতে নিহতের বড় ছেলে আইরিশ জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। 

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক