হোম > অপরাধ > খুলনা

কৃষক লীগ নেতার বিরুদ্ধে তরুণীর অন্তরঙ্গ ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুণীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করছেন কৃষক লীগ নেতা রাশিদুল ইসলাম। সেসব ছবি-ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন তিনি। 

এসব অভিযোগ এনে গত ২৬ এপ্রিল ওই তরুণী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম। 

অভিযুক্ত রাশিদুল ইসলাম (২৮) সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মনোহরদিয়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক। 

অভিযোগ সূত্রে জানা গেছে, মোবাইল ফোনের মাধ্যমে রাশিদুলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয় মাস ধরে তাঁদের প্রেমের সম্পর্ক। ইন্টারনেটে ভিডিও কল ও মোবাইল ফোনে প্রায়ই কথা বলতেন তাঁরা। রাশিদুল কৌশলে ভিডিও কলে কথা বলার সময় অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করে নেন। সেসব ছবি ও ভিডিও দিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করে যাচ্ছেন রাশিদুল। ২ লাখ টাকা দাবি করছেন। টাকা না দিলে ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। 

অভিযোগের বিষয়ে রাশিদুলের মোবাইলে একাধিকবার কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। 

এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া জেলা কৃষক লীগের সভাপতি মকবুল হোসেন লাভলু ও সাধারণ সম্পাদক এমএ মোমেন মণ্ডল এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

তবে কুষ্টিয়া সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক নজরুল ইসলাম বলেন, ‘অভিযোগের সত্যতা পেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ 

কুষ্টিয়া মডেল থানার ওসি ছাব্বিরুল আলম বলেন, ‘এমন একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক