হোম > অপরাধ > খুলনা

চুরির অপবাদে তরুণকে গাছে ঝুলিয়ে নির্যাতন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

তরুণকে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

যশোরের অভয়নগরে ভ্যান চুরির অপবাদে এক তরুণকে গাছে উল্টোভাবে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগদাহ গ্রামের ইদ্রিস খাঁর বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল সন্ধ্যায় নির্যাতনের এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আজ শুক্রবার তরুণের বাবা বাদী মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভুক্তভোগী তরুণের নাম ইউসুফ মল্লিক (২০)। তিনি বাগদাহ গ্রামের শরিফ মল্লিকের ছেলে। নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মো. আহম্মেদ আলী বেগ (৫৫) একই গ্রামের মোকছেদ বেগের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ভ্যান চুরির অপবাদে ইউসুফ মল্লিককে গাছে উল্টোভাবে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। একই গ্রামের আহম্মদ আলী বেগ, সবুজ মুন্সি, ইদ্রিস খাসহ তাঁদের লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

তরুণের বাবা মো. শরীফ বলেন, ছেলেকে মধ্যযুগীয় কায়দায় উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করায় দোষীদের শাস্তি চেয়ে অভয়নগর থানায় মামলা করেছেন।

আজ শুক্রবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম জানান, নির্যাতনের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। অভিযান চালিয়ে মো. আহম্মেদ আলী বেগকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার