হোম > অপরাধ > খুলনা

ছেলে ও ছেলের স্ত্রীদের অত্যাচারে বাড়িছাড়া বৃদ্ধ বাবা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

ছেলে ও ছেলের স্ত্রীদের অত্যাচার সইতে না পেরে বাড়ি ছেড়ে মসজিদে অবস্থান করছেন ১০৭ বছর বয়সী বৃদ্ধ নওশের আলী সরদার। গত শনিবার থেকে ডুমুরিয়ার চুকনগর বাসস্ট্যান্ডের জামে মসজিদে আছেন তিনি। 

বয়সের ভারে নুয়ে পড়া নওশের আলীর কথা থেকে জানা গেছে, বৃদ্ধের ছয় ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁর বয়স ১০৭ বছর। তিনি ছেলে ও ছেলের স্ত্রীদের অত্যাচার সইতে না পেরে বাড়ি ছেড়েছেন। ছেলেদের সামনেই ছেলেদের স্ত্রীরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। ছেলেরা যে একেবারে অসচ্ছল তাও নয়। ছয় ছেলের একজন সেনাবাহিনীতে চাকরি করেন, একজন বিদেশে থাকেন, দুজন বিদেশফেরত এবং দুই ছেলে চাষাবাদ করেন। বৃদ্ধের সহায়সম্বলও কম ছিল না। 

কান্নাজড়িত কণ্ঠে বৃদ্ধ বলেন, শুধু বাড়িতে ১ দশমিক ৫ একর জমি ছাড়াও অনেক সম্পত্তি ছিল। কিন্তু সব সম্পত্তি ছেলেরা লিখে নিয়েছেন। 

এ বিষয়ে বৃদ্ধের বড় ছেলে আব্দুর রাজ্জাকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি উল্টো বাবাকেই দোষারোপ করেন। একই সঙ্গে বাবাকে ফিরিয়ে নিয়ে যেতে অনীহা প্রকাশ করেছেন। পরে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কয়েক দফা কথা বললে তিনি জানান, তাঁদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। গতকাল সোমবার বৃদ্ধ বাবাকে তাঁরা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছিলেন। 

ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে চুকনগর বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ইউসুফ আজাদী বলেন, বৃদ্ধ নওশের আলীর খোঁজে কেউ আসেনি। একপর্যায়ে ওই এলাকার ইউপি সদস্য আবুল বাশারের মোবাইল ফোনে কল করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান বলেন, ‘আমি বিষয়টি এইমাত্র জানলাম। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।’

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার