বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের মনোতোষ কুমার দাশের বাড়িতে ডাকাতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতেরা গৃহস্থকে বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার, মালামাল নিয়ে যায়।
গতকাল রোববার রাত ৩টার দিকে ডাকাতির এই ঘটনা ঘটে। মনোতোষ কুমার দাশ ওই গ্রামের মৃত রণজিৎ কুমার দাশের ছেলে।
ভুক্তভোগী মনোতোষ কুমার দাশ জানান, গত রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে দরজা ভাঙার শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় ৭-৮ জন মুখোশধারী ডাকাত অস্ত্রের মুখে পরিবারের সকলের হাত-পা ও মুখ বেঁধে বেধড়ক মারপিট করেন। এরপর আলমারির তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণ ও রূপার অলংকারসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। ওই গৃহকর্তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
ডাকাতির খবর শুনে রাতেই শুভদিয়া পুলিশ ফাঁড়ি একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফকিরহাট মডেল থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।