হোম > অপরাধ > খুলনা

দর্শনায় বাড়ি থেকে তুলে নিয়ে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ, ভাই জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় মঞ্জুরা খাতুন (৩২) নামের এক নারীকে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁর ভাই আলমগীর হোসেন (৩০)। গতকাল শনিবার রাতে দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুর গ্রামের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। আজ রোববার সকালে মঞ্জুরার লাশ বাড়ির পার্শ্ববর্তী বেগুনখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। 

নিহত মঞ্জুরা খাতুন মোহাম্মদপুর গ্রামের মৃত আরমান আলীর মেয়ে। তাঁর স্বামীর নাম সুরুজ মিয়া। তিনি স্বামীর সঙ্গে বাপের বাড়িতে বসবাস করতেন। 

খবর পেয়ে রোববার সকালে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার রহস্য উন্মোচনের জন্য ইতিমধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। 

দর্শনা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর এনামুল কবির বলেন, শনিবার রাতে কয়েকজন দুর্বৃত্ত মঞ্জুরা ও তাঁর ভাই আলমগীরকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ সময় বাড়িতে তাঁদের মা উপস্থিত ছিলেন। এরপর পরিবারের লোকজন ঘটনাটি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে চলে যায়। ভোরে বেগুন খেতে মঞ্জুরার বিবস্ত্র লাশ দেখতে পায় স্থানীয়রা। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন মঞ্জুরার ভাই আলমগীর হোসেন বলেন, ‘রাতে কয়েকজন দুর্বৃত্ত বাড়ির সামনে থেকে আমাকে টেনে-হিঁচড়ে নিয়ে যেতে থাকে। আমার চিৎকারে আমার বোন ছুটে এলে তাকেও ধরে ফেলে। আমার মাথায় আঘাত করলে তারপর আর কিছু মনে নেই।’

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন