হোম > অপরাধ > খুলনা

কলারোয়ায় গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা কলারোয়ায় পারিবারিক কলহের জেরে ধারালো অস্ত্র দিয়ে নাজমা খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর অভিযুক্ত স্বামী আব্দুল আলিম (৪৫) পালিয়ে যাওয়ার সময় আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ইলিশপুর দক্ষিণ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের ছেলে বাবু সরদার (২০) বলেন, সকাল থেকে আম্মু-আব্বু ঝগড়া করছিল। এ জন্য সকালে আম্মু রান্না করেনি। আমি বাসায় রুটি কিনে দিয়ে নিজে খেয়ে আব্বুকে কাজে চলে যেতে বলি। তখন দাদি আব্বুকে বলছিল, তুই যদি তোর বউকে না মারিস তবে আমি তোকে ভাইপোদের (ভাতিজা) দিয়ে মার খাওয়াব। আম্মুকে ঘরে শুয়ে থাকতে দেখে আমি বাসা থেকে বের হয়ে যেই। পরে আম্মুকে ফোন দিলে তিনি রিসিভ করেনি। বাড়িতে ফিরে এসে দেখি, আম্মুর গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। দাদির কথা শুনে আম্মুকে মেরে ফেলেছে আব্বু। 

বাবু সরদার আরও জানান, এর আগেও কয়েকবার আব্দুল আলীমের মা ও তাঁর ভাতিজারা মিলে তাঁর মায়ের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছে। হত্যার ঘটনার সঙ্গে বাবাসহ সঙ্গে যে বা যারা জড়িত তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবি করেন তিনি 

এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরউদ্দীন মৃধা বলেন, পারিবারিক ঝগড়ার একপর্যায়ে স্ত্রীর ঘাড়ে দা দিয়ে ৩-৪টি কোপ দেয় আব্দুল আলীম। শরীর থেকে মাথা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর আব্দুল আলীম যাত্রীবাহী বাসে পালিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে কাজিরহাট এলাকা থেকে বাসটি থামিয়ে আসামি আব্দুল আলীমকে আটক করা হয়েছে। পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পায়নি ঘটনাটি তদন্তাধীন রয়েছে এ হত্যাকাণ্ডের সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে