খুলনায় আদালত চত্বরের বাইরে দুর্বত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহত দুজন হলেন মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার।
পুলিশ জানায়, রাজনের নামে ৬টি মামলা রয়েছে। হাসিবের নামেও একাধিক মামলা রয়েছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী।
জানা গেছে, দুজনেই একটি মামলায় হাজিরা দিয়ে একটি মোটরসাইেকেলের ওপর বসা ছিলেন। এ সময় দুর্বৃত্তরা দুজনকে গুলি করে পালিয়ে যায়।