শৈলকুপা (ঝিনাইদহ): ঝিনাইদহের শৈলকুপায় খাল থেকে রেখা রানী (৫৫) নামে এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার মলমলি গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা স্বজনদের।
রেখা একই গ্রামের মৃত যশোধর বিশ্বাসের স্ত্রী। রেখা রানীর ছেলে অপূর্ব কুমার বিশ্বাস বলেন করেন, জমি ইজারার টাকা আনতে সোমবার বিকেলে পার্শ্ববর্তী গ্রামে যান তার মা। ইজারার ১১ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার সময় হয়তো ছিনতাইকারীরা তার মাকে হত্যা করে খালে ফেলে রেখে গেছে।
ঝিনাইদহের এএসপি আরিফুল ইসলাম বলেন, মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া মুখে ও গলায় রয়েছে রক্তের দাগ। টাকা ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।