বিদায় অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণেই এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার গুলশান পাড়ায় আল হেলাল ইসলামী একাডেমী স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
বিদায় অনুষ্ঠান চলাকালেই হামলার শিকার হন এসএসসি পরীক্ষার্থী তন্ময় হাসান তপু। দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তপুকে মৃত ঘোষণা করেন।
তন্ময় হাসান তপু (১৭) চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর কলোনীপাড়ার আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় ও সহপাঠীরা জানায়, আজ সকাল থেকে আল হেলাল ইসলামী একাডেমী স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। সে অনুষ্ঠানে অন্যদের সঙ্গে অংশ নেয় ওই স্কুলের ছাত্র তন্ময় হাসান তপু। এ সময় কে বা কারা তপুকে স্কুলের এক কোণায় ডেকে নিয়ে যায়। এরপর অকস্মাৎ তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে চলে যায়। পরে বন্ধুরা টের পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, তপুর সঙ্গে তারই আরেক সহপাঠীর নারীঘটিত বিষয় নিয়ে পূর্ব বিরোধ ছিল। সে ঘটনার জেরে এমন ঘটনা ঘটে থাকতে পারে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের আটক করতে পুলিশের অভিযান চলছে।