হোম > অপরাধ > খুলনা

ভারতে পাচারকালে ১৫টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। 

এ বিষয়ে ২১-ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, বেনাপোলের পুটখালী সীমান্তপথে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। 

একপর্যায়ে সীমান্তের ইছামতী নদীর কাছ থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি ব্যাগের মধ্য থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়। 

লে. কর্নেল আরও বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা করে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট