হোম > অপরাধ > খুলনা

ভারতে পাচারকালে ১৫টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছেন বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে। 

এ বিষয়ে ২১-ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, বেনাপোলের পুটখালী সীমান্তপথে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে। 

একপর্যায়ে সীমান্তের ইছামতী নদীর কাছ থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর শরীরে তল্লাশি চালিয়ে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি ব্যাগের মধ্য থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বার পাওয়া যায়। 

লে. কর্নেল আরও বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা করে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত সোনার বারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। 

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন