মাগুরার মহম্মদপুরে জাল ভোট দেওয়ায় দুজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-সাজ্জাদুর রহমান (১৭) ও তুরান। সাজ্জাদুর চালিমিয়া গ্রামের মৃত কাউছার মোল্যার ছেলে ও তুরান ডুমুরশিয়া গ্রামের মন্টুর ছেলে ছেলে।
জানা যায়, আজ সকালে ইউনিয়নের চালিমিয়া ভোটকেন্দ্র থেকে ডুমুরশিয়া কেন্দ্রে ভোট দিতে গেলে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন ওই দুই যুবক। তাদের আটক করে রাখা হয়েছে।
প্রিজাইডিং কর্মকর্তা আরও বলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয়েছে। তিনি এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।