যশোরের মনিরামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাবি রাফেজা খাতুন (২২) নামে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করেছেন দেবর শরিফুল ইসলাম। গতকাল সোমবার বিকেলে উপজেলার চালুয়াহাটির মোবারকপুর গ্রামে ঘটনাটি ঘটে। আহত রাফেজাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় মনিরামপুর থানায় অভিযোগ করেছেন গৃহবধূর স্বজনেরা।
রাফেজা খাতুন মোবারকপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। শরিফুল ইসলাম তাঁর আপন ছোট ভাই। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন শরিফুল।
গৃহবধূর ভাই আবু হুরায়রা বলেন, ‘গতকাল সকালে আমার ভাগনে তানভীর (৫) ও শরিফুলের ছেলে নাহিদ (৫) স্কুলে যায়। ওই সময় তারা দুজনে মারামারি করে। বিষয়টি বাড়ি এসে নাহিদ তার আব্বুকে জানায়। তখন শরিফুল ক্ষিপ্ত হয়ে আমার ভাগনে তানভীরকে মারপিট করে। আমার বোন রাফেজা এ ঘটনার প্রতিবাদ করলে শরিফুল তাকে বেদম পেটায়। ভয়ে আমার বোন দৌড়ে দরজা লাগিয়ে নিজ ঘরে আশ্রয় নেয়। তখন শরিফুল দা নিয়ে তাকে ধাওয়া করে। পরে জোর করে ঘরে ঢুকে দা দিয়ে আমার বোনের পিঠে ও মাথায় দুটো কোপ দেয় শরিফুল।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আমি নিজে গতকাল রাতে মোবারকপুর গ্রামে অভিযান চালিয়েছি। আসামি শরিফুল ইসলাম পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের পর এ ঘটনায় মামলা নেওয়া হবে।’