হোম > অপরাধ > খুলনা

বাবাকে হত্যার ৭ মাস পর মরদেহ উদ্ধার, ছেলেসহ আটক ২ 

রূপসা (খুলনা) প্রতিনিধি

বাবাকে হত্যা করে নিজ বাড়ির পায়খানার ট্যাংকে লুকিয়ে রাখার প্রায় সাত মাস পর উদ্ধার করেছে থানার পুলিশ। পুলিশ এ ঘটনায় নিহতের ছেলেসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনার দীঘলিয়া উপজেলা থেকে তাদের আটক করে পুলিশ। 

এ ঘটনায় আটককৃতরা হলো নিহতের ছেলের নিয়ামুল ইসলাম তানভির (১৮) ও শোলপুর গ্রামের আকু মিয়ার ছেলে জুম্মান (৪০)। নিহত ব্যক্তির নাম এনামুল হক এন্টা (৫০)। তিনি মৃত আব্দুল হকের ছেলে। এদের সবার বাড়ি উপজেলার আইচগাতী ইউনিয়নের শোলপুর গ্রামে। 

পুলিশ জানায়, এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযুক্ত ছেলে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে। প্রায় সাত মাস আগে আনুমানিক ২৬ রমজান রাতে নিহতের ছেলে নিয়ামুল ও প্রতিবেশী জুম্মান মসলা বাঁটার শিল দিয়ে এনামুলের মাথায় সজোরে আঘাত করে হত্যা করে। ওই রাতেই অভিযুক্তরা মৃত ব্যক্তিকে নিজ বাড়ির পায়খানার ট্যাংকের মধ্য লুকিয়ে রাখে। নিহত এনামুল হক এন্টা মৃগিরোগী ছিলেন বিধায় এলাকায় প্রচার হয় যে তিনি মৃগিরোগে মারা গেছেন। 

গত বুধবার নিয়ামুল ইসলাম তানভির তার ছোট ভাই নাঈমকে (১১) মারধর করার সময় বাবাকে হত্যার বিষয়টি উঠে আসে। মারধরের একপর্যায়ে নাঈম চিৎকার করে তার বাবাকে হত্যার কথা বলতে থাকে। এরপর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর অভিযুক্ত নিয়ামুল খুলনার দীঘলিয়া উপজেলার একটি গ্রামে আত্মগোপন করে। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। এরপর পায়খানার পরিত্যক্ত ট্যাংকের মধ্য থেকে এনামুল হক এন্টার গলিত মরদেহ উদ্ধার করে। 

ঘটনাটির সত্যতা স্বীকার করে রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং গলিত মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা