হোম > অপরাধ > খুলনা

বাবাকে হত্যার ৭ মাস পর মরদেহ উদ্ধার, ছেলেসহ আটক ২ 

রূপসা (খুলনা) প্রতিনিধি

বাবাকে হত্যা করে নিজ বাড়ির পায়খানার ট্যাংকে লুকিয়ে রাখার প্রায় সাত মাস পর উদ্ধার করেছে থানার পুলিশ। পুলিশ এ ঘটনায় নিহতের ছেলেসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনার দীঘলিয়া উপজেলা থেকে তাদের আটক করে পুলিশ। 

এ ঘটনায় আটককৃতরা হলো নিহতের ছেলের নিয়ামুল ইসলাম তানভির (১৮) ও শোলপুর গ্রামের আকু মিয়ার ছেলে জুম্মান (৪০)। নিহত ব্যক্তির নাম এনামুল হক এন্টা (৫০)। তিনি মৃত আব্দুল হকের ছেলে। এদের সবার বাড়ি উপজেলার আইচগাতী ইউনিয়নের শোলপুর গ্রামে। 

পুলিশ জানায়, এ ঘটনায় প্রাথমিকভাবে অভিযুক্ত ছেলে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছে। প্রায় সাত মাস আগে আনুমানিক ২৬ রমজান রাতে নিহতের ছেলে নিয়ামুল ও প্রতিবেশী জুম্মান মসলা বাঁটার শিল দিয়ে এনামুলের মাথায় সজোরে আঘাত করে হত্যা করে। ওই রাতেই অভিযুক্তরা মৃত ব্যক্তিকে নিজ বাড়ির পায়খানার ট্যাংকের মধ্য লুকিয়ে রাখে। নিহত এনামুল হক এন্টা মৃগিরোগী ছিলেন বিধায় এলাকায় প্রচার হয় যে তিনি মৃগিরোগে মারা গেছেন। 

গত বুধবার নিয়ামুল ইসলাম তানভির তার ছোট ভাই নাঈমকে (১১) মারধর করার সময় বাবাকে হত্যার বিষয়টি উঠে আসে। মারধরের একপর্যায়ে নাঈম চিৎকার করে তার বাবাকে হত্যার কথা বলতে থাকে। এরপর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর অভিযুক্ত নিয়ামুল খুলনার দীঘলিয়া উপজেলার একটি গ্রামে আত্মগোপন করে। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। এরপর পায়খানার পরিত্যক্ত ট্যাংকের মধ্য থেকে এনামুল হক এন্টার গলিত মরদেহ উদ্ধার করে। 

ঘটনাটির সত্যতা স্বীকার করে রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং গলিত মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার