হোম > অপরাধ > খুলনা

খুলনায় কোয়ারেন্টিনে ‘ধর্ষণের শিকার’ নারীর আত্মহত্যার চেষ্টা

প্রতিনিধি

খুলনা সদর (খুলনা): খুলনা পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে পুলিশের এক এএসআইয়ের ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে মামলা করা সেই নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে আত্মহত্যার চেষ্টা করলে কোয়ারেন্টিন সেন্টারে থাকা অন্য নারী এবং পুলিশ সদস্যরা তাকে নিবৃত্ত করেন। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, ডাক্তারি পরীক্ষার পর গতকাল বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নারীকে খুলনা পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই রিলিজ চান তিনি। কিন্তু ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ না হওয়ায় তাকে থাকতে বলা হয়। রাত সাড়ে ৮টায় তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে ওই সেন্টারে থাকা অন্য নারী এবং নারী পুলিশ সদস্যরা তাকে রক্ষা করেন।

তিনি আরো বলেন, আজ বুধবার ওই নারীর ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হচ্ছে। তার করোনা টেস্ট করে ফলাফল নেগেটিভ হলে তাকে মুক্ত করা হবে। এই আশ্বাসে ভুক্তভোগী পরবর্তীতে শান্ত হন। এ ঘটনার পর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেন্টারটি পরিদর্শনে যান। এছাড়া ওই নারীকে তদারকির জন্য নারী পুলিশ নিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মে খুলনা পিটিআইতে কোয়ারেন্টিনে থাকা এক নারী পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। ওই এএসআই কোয়ারেন্টিন সেন্টারটিতে দায়িত্ব পালন করছিলেন। মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাময়িক বরখাস্তও করেছে কেএমপি। ওই এএসআই বর্তমানে কারাগারে আছেন। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি