হোম > অপরাধ > খুলনা

খুলনায় কোয়ারেন্টিনে ‘ধর্ষণের শিকার’ নারীর আত্মহত্যার চেষ্টা

প্রতিনিধি

খুলনা সদর (খুলনা): খুলনা পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে পুলিশের এক এএসআইয়ের ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে মামলা করা সেই নারী আত্মহত্যার চেষ্টা করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে আত্মহত্যার চেষ্টা করলে কোয়ারেন্টিন সেন্টারে থাকা অন্য নারী এবং পুলিশ সদস্যরা তাকে নিবৃত্ত করেন। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, ডাক্তারি পরীক্ষার পর গতকাল বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নারীকে খুলনা পিটিআই কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই রিলিজ চান তিনি। কিন্তু ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ না হওয়ায় তাকে থাকতে বলা হয়। রাত সাড়ে ৮টায় তিনি ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যার চেষ্টা করেন। টের পেয়ে ওই সেন্টারে থাকা অন্য নারী এবং নারী পুলিশ সদস্যরা তাকে রক্ষা করেন।

তিনি আরো বলেন, আজ বুধবার ওই নারীর ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হচ্ছে। তার করোনা টেস্ট করে ফলাফল নেগেটিভ হলে তাকে মুক্ত করা হবে। এই আশ্বাসে ভুক্তভোগী পরবর্তীতে শান্ত হন। এ ঘটনার পর জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা সেন্টারটি পরিদর্শনে যান। এছাড়া ওই নারীকে তদারকির জন্য নারী পুলিশ নিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ মে খুলনা পিটিআইতে কোয়ারেন্টিনে থাকা এক নারী পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। ওই এএসআই কোয়ারেন্টিন সেন্টারটিতে দায়িত্ব পালন করছিলেন। মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সাময়িক বরখাস্তও করেছে কেএমপি। ওই এএসআই বর্তমানে কারাগারে আছেন। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক