হোম > অপরাধ > খুলনা

ভারতে পাচারের চেষ্টাকালে ১৭ স্বর্ণের বারসহ পাচারকারী গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শার রুদ্রুপুর সীমান্তপথে ভারতে পাচারের সময় ১৭টি স্বর্ণের বারসহ মোনতাজ হোসেন (৪৫) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মোনতাজ বেনাপোলের পুটখালী গ্রামের মৃত দ্বীন মোহাম্মাদের ছেলে। 

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, বিজিবির কাছে গোপন খবর আসে, সীমান্তপথে বড় একটি স্বর্ণের চালান ভারতে পাচারের চেষ্টা চলছে। পরে সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। একপর্যায়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর শরীরে তল্লাশি চালিয়ে ১ কেজি ৯৮৫ গ্রাম ওজনের ১৭টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। 

লে. কর্নেল তানভীর রহমান আরও বলেন, গ্রেপ্তারের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে খুলনা ২১ বিজিবি গত ছয় মাসে প্রায় ১০ কেজি সোনা জব্দ ও ছয়জনকে গ্রেপ্তার করেছে। 

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার