হোম > অপরাধ > খুলনা

বাগেরহাটে সমাজসেবা কর্মচারীকে কুপিয়ে হত্যা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে সমাজসেবা অধিদপ্তরের অফিস সহায়ক (এলএমএসস) নাইম খানকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার গাংনী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাইম মোল্লাহাট উপজেলার গাংনী গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল খানের ছেলে। তিনি মোল্লাহাট উপজেলা সমাজসেবা কার্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন। 

স্থানীয়রা জানান, নিহত নাইম খান তার বাড়ির পাশে হিরোন মার্কেটের একটি দোকানে লুডু খেলছিলেন। এ সময় রাত সাড়ে ৮টার দিকে তাঁর মোবাইলে একটি কল আসে। এর পরে তিনি লুডু খেলা ছেড়ে চলে যায়। এর কিছুক্ষণ পর হিরোনের পরিত্যক্ত বাড়ির উঠানে ফাতেমা নামের পাশের বাড়ির এক মহিলা তাকে গলা, হাত কাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে ভর্তি করান। পরবর্তীতে তাঁর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাস বলেন, গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নাইম কানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেন তাঁর স্বজনেরা। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন। নাইমের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে মোল্লাহাট থানা-পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি