হোম > অপরাধ > খুলনা

ঝিকরগাছায় জমির বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি

যশোরের ঝিকরগাছায় একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমির প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পৌদাউলিয়া গ্রামে এ ঘটনায় আরও দুজন জখম হয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘জমিসংক্রান্ত জেরে প্রতিবেশীদের মধ্যে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটেছে।’

নিহত কামরুজ্জামান (৫৫) ছোট পৌদাউলিয়া গ্রামের নুরুল হক সরদারের ছেলে। আহতরা হলেন একই এলাকার কামরুজ্জামানের ভাইয়ের স্ত্রী আনোয়ারা বেগম (৫০) ও তাঁর ছেলে আতাউর রহমান সরদার। 

আহত আতাউর রহমানের স্ত্রী শান্তা রহমান জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী উসমান আলী ও হোসেন আলীদের সঙ্গে কামরুজ্জামানের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। আজ বিকেলে কামরুজ্জামানের জমির ওপরে সীমানাপ্রাচীর দিচ্ছিলেন উসমান আলীরা। এ সময় কামরুজ্জামান বাধা দিলে উসমান আলীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। 

একপর্যায়ে উসমান আলী ও হোসেন আলী বাড়ি থেকে হাঁসুয়া ও দা নিয়ে এসে কামরুজ্জামানকে এলোপাতাড়ি কোপ দেন। তাঁকে রক্ষা করতে আতাউর ও শাশুড়ি আনোয়ারা এগিয়ে গেলে তাঁদেরও এলোপাতাড়ি কোপানো হয়। তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। 

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পার্থ প্রতীম চক্রবর্ত্তী জানান, হাসপাতালে আনার আগে একজনের মৃত্যু হয়েছে। বাকি দুজনকে চিকিৎসা শেষে ওয়ার্ডে পাঠানো হয়েছে। আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। 

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, ‘পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অভিযুক্তদের আটকে অভিযান চালানো হচ্ছে।’

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন