হোম > অপরাধ > খুলনা

কুষ্টিয়ায় স্কুলশিক্ষক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ৪ পলাতক আসামি গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় রবিউল ইসলাম নামের এক স্কুলশিক্ষক হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতের বিভিন্ন সময় ঢাকা, মাদারীপুর এবং কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের মিডিয়া কক্ষে সাংবাদিক সম্মেলনে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান সাংবাদিকদের এসব তথ্য জানান।

গ্রেপ্তার আসামিরা হলেন কুষ্টিয়া ইবি থানার রনজিতপুর এলাকার মোকাদ্দেস আলীর ছেলে মো. দেলবার (৭০), তাঁর ভাই মো. ফিরোজ (৬৫), ফিরোজের ছেলে মো. সবুজ (৩০) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সিরামপুর এলাকার রফিউদ্দিনের ছেলে মো. হেলাল (৩৫)।

সংবাদ সম্মেলনে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, ২০০৫ সালের ২৯ ডিসেম্বর পূর্বশত্রুতার জেরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া সদর উপজেলার রনজিতপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের শ্বশুর বাদী হয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে এ বছরের ৩ জানুয়ারি কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. তাজুল ইসলাম আসামিদের অনুপস্থিতিতেই মামলার ৭ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। এই হত্যাকাণ্ডের পর থেকেই সাত আসামি আত্মগোপনে ছিলেন।

স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান আরও বলেন, রায় ঘোষণার পর থেকেই র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা এই মামলার আসামিদের ধরতে কাজ শুরু করেন। পরে মাদারীপুর র‍্যাব-০৮ সিপিসি-০৩-এর সহযোগিতায় আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা