হোম > অপরাধ > খুলনা

ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার পুরোনো বাখরবা গ্রামে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জানিক শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি আনারস প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর পক্ষে নিয়মিত প্রচার-প্রচারণায় অংশ নিতেন বলে জানা গেছে।

আজ রোববার ভোর ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পুরোনো বাখরবা গ্রামের বাসিন্দা। 

জানা যায়, শনিবার রাত ১০টার দিকে শৈলকুপা উপজেলার পুরোনো বাখরবা গ্রামের রাস্তার পাশে কুপিয়ে ও পিটিয়ে জানিক শেখকে ফেলে রেখ যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান।

নিহত জানিক শেখ আওয়ামী লীগের স্থানীয় নেতা জুলফিকার কায়সার টিপুর একজন সক্রিয় কর্মী বলেও পরিবার জানিয়েছে। নিহতের স্ত্রী স্বপ্না খাতুন বলেন, নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা তাঁর স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছেন। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। 

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা