হোম > অপরাধ > খুলনা

ঝিনাইদহের শৈলকুপায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার পুরোনো বাখরবা গ্রামে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জানিক শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি আনারস প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর পক্ষে নিয়মিত প্রচার-প্রচারণায় অংশ নিতেন বলে জানা গেছে।

আজ রোববার ভোর ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পুরোনো বাখরবা গ্রামের বাসিন্দা। 

জানা যায়, শনিবার রাত ১০টার দিকে শৈলকুপা উপজেলার পুরোনো বাখরবা গ্রামের রাস্তার পাশে কুপিয়ে ও পিটিয়ে জানিক শেখকে ফেলে রেখ যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান।

নিহত জানিক শেখ আওয়ামী লীগের স্থানীয় নেতা জুলফিকার কায়সার টিপুর একজন সক্রিয় কর্মী বলেও পরিবার জানিয়েছে। নিহতের স্ত্রী স্বপ্না খাতুন বলেন, নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা তাঁর স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছেন। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। 

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি