হোম > অপরাধ > খুলনা

জামাতার অস্ত্রের আঘাতে শাশুড়ির মৃত্যু 

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে জামাই বাদশা মিয়ার (২৩) ধারালো অস্ত্রের আঘাতে শাশুড়ি রঙ্গিলা খাতুন (৪৫) মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। 

মৃত রঙ্গিলা খাতুন করমদী মাঠ পাড়া গ্রামের শওকত আলীর স্ত্রী। 

অভিযুক্ত বাদশা মিয়া একই ইউনিয়নের করমদি সাহাবুর পাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানান, বাদশা মিয়ার সঙ্গে শওকত আলীর মেয়ে রিমি খাতুনের (২০) বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের সংসারে শুরু হয় নানারকম ঝামেলা। আজ সকালে স্ত্রী রিমির সঙ্গে বাদশার কথা-কাটাকাটি হলে আত্মহত্যা করতে যান। এ সময় শাশুড়ি তাঁকে বাধা দিয়ে বাড়ি নিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে শাশুড়িকে কুপিয়ে পালিয়ে যান তিনি। ঘটনাস্থলেই মারা যান রঙ্গিলা খাতুন। ঘটনার সময় রিমি খাতুন বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন রিমি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

রঙ্গিলা খাতুনের স্বামী শওকত আলী বলেন, ‘আমার মেয়েজামাই বিয়ের পর থেকে এখানেই থাকত। মাঝে মাঝে বাবার বাড়ি যেত। আজ সকালে আমি পাট বিনাতে যায়। সেখানে খবর আসে তাড়াতাড়ি বাড়ি আসেন। বাড়িতে গিয়ে দেখি আমার স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে বাদশা। স্থানীয়রা আমার মেয়েকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেছে। আমার একটি ছোট্ট ছেলেও আছে। শুধু তাই নয়, এলাকায় বাদশা মাদকাসক্ত ও চোর নামেও পরিচিত।’ 

স্থানীয় ইউপি সদস্য ওহাব আলী বলেন, ‘বাদশা এবং রিমি খাতুনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীর ওপর অভিমানে আত্মহত্যার চেষ্টা করেন। সেখান থেকে তাঁকে বাড়িতে নিয়ে আসে হয়। এতে বাদশা ক্ষিপ্ত হয়ে শাশুড়ি রঙ্গিলা খাতুন ও স্ত্রী রিমি খাতুনকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন। ঘটনাস্থলেই রঙ্গিলা খাতুন মারা যান। রিমি খাতুনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।’ 

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, জামাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে শাশুড়ি রঙ্গিলা খাতুন ঘটনাস্থলেই মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে খুন করা হয়েছে তা তদন্ত করে জানানো যাবে। ঘটনার পরপরই নিহতের জামাই বাদশা মিয়া পলিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে রয়েছে। 

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত

ফ্ল্যাটের ভেতর অন্তঃকোন্দলে এনসিপির মোতালেবকে গুলি, মাদক ও গুলির খোসা উদ্ধার: পুলিশ

খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে মাথায় গুলি