হোম > অপরাধ > খুলনা

কুমারখালীতে মরিচখেতে গাঁজা চাষ, চাষি কারাগারে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর একটি মরিচখেত থেকে ৯ ফুট দৈর্ঘ্যের ও ৩৫ কেজি ওজনের চারটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় আসামি করে মিরাজকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে গতকাল রোববার রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের বরইচারা ক্যানেলপাড়ার এলাকায় মো. মিরাজ মুন্সীর খেত থেকে গাঁজা জব্দ করা হয়। মরিচখেতে গাঁজা চাষ করার অপরাধে ওই দিন রাতেই কৃষক মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

আসামি মো. মিরাজ মুন্সী চাঁদপুর ইউনিয়নের বরইচারা গ্রামের ক্যানেলপাড়ার মৃত শহিরুল মুন্সীর ছেলে।

পুলিশ জানায়, জমি ইজারা নিয়ে মরিচখেতে গাঁজার চাষ করছেন কৃষক মিরাজ মুন্সী। এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই কৃষকের জমিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে খেতে থেকে প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের ও ৩৫ কেজি ওজনের চারটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ বিষয়ে ও ওই কৃষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় কৃষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, তাঁর বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়। ওই মামলায় সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার