হোম > অপরাধ > খুলনা

কুমারখালীতে মরিচখেতে গাঁজা চাষ, চাষি কারাগারে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর একটি মরিচখেত থেকে ৯ ফুট দৈর্ঘ্যের ও ৩৫ কেজি ওজনের চারটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় আসামি করে মিরাজকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে গতকাল রোববার রাতে উপজেলার চাঁদপুর ইউনিয়নের বরইচারা ক্যানেলপাড়ার এলাকায় মো. মিরাজ মুন্সীর খেত থেকে গাঁজা জব্দ করা হয়। মরিচখেতে গাঁজা চাষ করার অপরাধে ওই দিন রাতেই কৃষক মিরাজকে গ্রেপ্তার করে পুলিশ।

আসামি মো. মিরাজ মুন্সী চাঁদপুর ইউনিয়নের বরইচারা গ্রামের ক্যানেলপাড়ার মৃত শহিরুল মুন্সীর ছেলে।

পুলিশ জানায়, জমি ইজারা নিয়ে মরিচখেতে গাঁজার চাষ করছেন কৃষক মিরাজ মুন্সী। এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই কৃষকের জমিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে খেতে থেকে প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের ও ৩৫ কেজি ওজনের চারটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ বিষয়ে ও ওই কৃষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ওই মামলায় কৃষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, তাঁর বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়। ওই মামলায় সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা