হোম > অপরাধ > খুলনা

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, ঝলসে গেছে যুবক 

প্রতিনিধি, অভয়নগর, (যশোর) 

যশোরের অভয়নগরে বোমা বিস্ফোরণে শফিকুল ইসলাম শপ্পা (৩৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত শপ্পা নিজ ঘরে বোমা তৈরির সময় এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার নওয়াপাড়ার রাজঘাট কার্পেটিং বাজার এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে পাঁচটি ধারালো রামদা এবং বিস্ফোরিত বোমার স্প্লিন্টার উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার রাজঘাট কার্পেটিং বাজার নামক এলাকার ইব্রাহীম মোল্লার ছেলে শপ্পা। তিনি বোমা তৈরির একজন কারিগর। সোমবার মাঝরাতে শপ্পার ঘরে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। বিস্ফোরণে তাঁর একটি হাতের তিনটি আঙুল, চোখ, মুখমণ্ডল ও বুক ক্ষতবিক্ষত হয়ে যায়। সেই সঙ্গে দুই পা মারাত্মকভাবে ঝলসে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থারর অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। 

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, এই ব্যক্তির নামে থানায় ইতিপূর্বে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের মামলা আছে। বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এটা হতে পারে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক