হোম > অপরাধ > খুলনা

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, ঝলসে গেছে যুবক 

প্রতিনিধি, অভয়নগর, (যশোর) 

যশোরের অভয়নগরে বোমা বিস্ফোরণে শফিকুল ইসলাম শপ্পা (৩৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত শপ্পা নিজ ঘরে বোমা তৈরির সময় এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার নওয়াপাড়ার রাজঘাট কার্পেটিং বাজার এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে পাঁচটি ধারালো রামদা এবং বিস্ফোরিত বোমার স্প্লিন্টার উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, উপজেলার রাজঘাট কার্পেটিং বাজার নামক এলাকার ইব্রাহীম মোল্লার ছেলে শপ্পা। তিনি বোমা তৈরির একজন কারিগর। সোমবার মাঝরাতে শপ্পার ঘরে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। বিস্ফোরণে তাঁর একটি হাতের তিনটি আঙুল, চোখ, মুখমণ্ডল ও বুক ক্ষতবিক্ষত হয়ে যায়। সেই সঙ্গে দুই পা মারাত্মকভাবে ঝলসে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থারর অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। 

এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, এই ব্যক্তির নামে থানায় ইতিপূর্বে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের মামলা আছে। বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে এটা হতে পারে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫