খুলনায় নুর ইসলাম (৩০) নামের এক ইজিবাইকচালকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার নগরীর কুয়েট বাইপাস কাঠমান্ডু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, ইজিবাইকটি ছিনতাই করতে চালককে হত্যার পর বস্তাবন্দী করে ফেলে যায় দুর্বৃত্তরা। তবে পুলিশ নিহত ব্যক্তির নিখোঁজ ও হত্যার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি।
নিহত নুর ইসলাম আড়ংঘাটা থানাধীন ঝাউতলা এলাকার জনৈক ময়ুর উদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান নুর ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে স্থানীয় বাসিন্দারা বাইপাস কুয়েট কাঠমান্ডু পার হয়ে চিংড়িখালে একটি বস্তা দেখতে পান। বস্তা দেখে সন্দেহ হলে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে একটি লাশ দেখতে পায়। পরে এলাকাবাসীকে দেখালে তাঁরা নুর ইসলামের লাশটি শনাক্ত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দড়ি উদ্ধার করে। তবে তাঁর ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয়নি। লাশটি বেশি দিনের নয়। হত্যাকাণ্ডে অংশ নেওয়া দুর্বৃত্তদের আটকে অভিযান শুরু হয়েছে বলে জানান তিনি।