হোম > অপরাধ > খুলনা

ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ শেষে ছুরিকাঘাতে নিহত কিশোর, পুলিশ বলছে দ্বন্দ্ব আগের 

মোরেলগঞ্জে (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোড়েলগঞ্জে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় এক দোকানির বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত ১১টার পর ব্রাজিল-ক্রোয়েশিয়ার ফুটবল ম্যাচ শেষে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে পুলিশ বলছে, খেলার সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই। আগের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে।

উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামে অভিযুক্ত যুবকের দোকানের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহত কিশোরের নাম টুটুল হাওলাদার (১৪)। সে গুলিশাখালী গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। সে স্থানীয় শ্রমিকের কাজ করত বলে জানা গেছে। 

এ ঘটনায় অভিযুক্ত দোকানি রুবেল সমাদ্দার (২৫)। তিনি একই এলাকার আলমগীর সমাদ্দারের ছেলে। রুবেল বাক্প্রতিবন্ধী বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গুলিশাখালী গ্রামে তাঁর একটি চা-বিস্কুটের দোকান রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাব্বির নামের এক যুবক বলেন, ‘কয়েক দিন আগে দোকানের সামনে বসা অবস্থায় টুটুলকে ইশারা দিয়ে ডেকেছিলেন রুবেল। তখন টুটুল সারা না দেওয়ায় রুবেল টুটুলের শরীরে পানি ছুড়ে মারেন। এ নিয়ে দুজনের মধ্যে মারামারি হয়। বিষয়টি তখন সমাধান হয়ে যায়। কিন্তু শুক্রবার রাতে টুটুল রুবেলের দোকানের সামনে বসে ছিল। দোকানের সামনের লোকজন কমে গেলে রুবেল হঠাৎ করে টুটুলকে ছুরি মেরে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় টুটুলকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. শাহজাহান আহমেদ বলেন, ‘ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা শেষে হত্যার ঘটনাটি ঘটে। তবে এটি খেলাকে কেন্দ্র করে নয়, পূর্বশত্রুতার কারণে ঘটেছে। নিহত টুটুল হাওলাদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক রুবেলকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।’

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক