হোম > অপরাধ > খুলনা

যশোরে বাবার বিরুদ্ধে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ

যশোর প্রতিনিধি

যশোরে বাবার বিরুদ্ধে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুটির ফুফু বাদী হয়ে যশোরের কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। গতকাল শুক্রবার এই মামলা করেন ভুক্তভোগী শিশুটির ফুফু। মামলায় আসামিরা হলেন ভুক্তভোগীর বাবা ও সৎমা। 

মামলার এজাহারে শিশুটির ফুফু উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর আপন ভাই। শিশুটির মায়ের সঙ্গে তাঁর ভাইয়ের বনিবনা না হওয়ায় তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। কন্যাশিশুটি বাবার কাছে থেকে যায়। এরপর থেকে শিশুটি বাবা ও সৎমায়ের সঙ্গে বসবাস করতে থাকে। 

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এক মাস আগে থেকে অভিযুক্ত বাবা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এই ঘটনা কাউকে জানালে হত্যার হুমকিও দেন। ৯ ফেব্রুয়ারি রাত ৮টায় শিশুটির ঘরে অভিযুক্ত বাবা প্রবেশ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এবং মুখে বালিশ চাপা দিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির সৎমা তাঁর স্বামীকে সহায়তা করেন। ধর্ষণের পর শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত স্বামী-স্ত্রী কৌশলে পালিয়ে যান। 

মামলার তদন্তকারী কর্মকর্তা যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, গতকাল অভিযোগ দায়েরের পর শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ওই দিনই আদালতে ২২ ধারামতে জবানবন্দি রেকর্ডের জন্য ভুক্তভোগীকে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুজনই পলাতক। তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। 

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত