নড়াইলের লোহাগড়ায় অন্তি খানম নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ইতনা পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত অন্তি খানম (১৫) ওই পাড়ার শেখ রিয়াজুল ইসলামের মেয়ে ও ইতনা মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, অন্তি খানম গতকাল রাতের কোনো একসময় ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে তার স্বজনেরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। তবে ঠিক কী কারণে আত্মহত্যা করেছে, তা এখনো জানা যায়নি। পরিবারের দাবি, পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানায় নিয়ে আসে। আজ দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।